
সিঙ্গাপুরকে ৮ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ
প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে তিন গোলে হারের পর আজ প্রতিরোধের ঘোষণা দিয়েছিল সিঙ্গাপুর। ফিফা প্রীতি ম্যাচে অতিথিরা একাদশে চারটি পরিবর্তন এনে দলে রাখে বরুশিয়া ডর্টমুন্ডে খেলা স্ট্রাইকার ডেনেল্লে তান লিকে। এরপরও বাংলাদেশের সামনে বাধা হতে পারেনি অতিথিরা। বরং আগের চেয়ে হতশ্রী পারফরম্যান্স দেখা গেছে। স্বাগতিকরা একচেটিয়া দাপট দেখিয়ে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যবধানে ম্যাচ জিতেছে।…