
সাগরে মিলছে ইলিশ, পদ্মা-মেঘনায় আকাল
সাগরে মিললেও, চাঁদপুরের পদ্মা-মেঘনায় কাঙ্খিত ইলিশের দেখা পাচ্ছেন না জেলেরা। ফলে চলতি বর্ষার শেষ সময় এসে ইলিশের আকালে হতাশ তারা। এতে গত রমজানের ঈদের মতো এই ঈদেও তাদের মাঝে নেই উৎসব কিংবা আনন্দের হাসি। আর নদীতে ইলিশের সংকট নিয়ে মৎস্যবিজ্ঞানীরা নানা যুক্তি তুলে ধরেছেন। ” চাঁদপুরে উত্তরে ষাটনল থেকে দক্ষিণে চরভৈরবী। বিশাল এই পদ্মা-মেঘনায় জেলেদের…