
ভাঙছে সম্পর্ক দায় কার
অনলাইন ডেস্ক : ভালোলাগা থেকেই একটি সম্পর্কের শুরু। আর সমাপ্তি বিয়ের মাধ্যমে। কিন্তু এই পবিত্র সম্পর্ককে আগলে রাখার দায়ভার কার? অবশ্যই দুজনের। এমনটিই মনে করেন বিশেষজ্ঞরা। যদিও কৌশলগত কারণে এই দায়িত্ব-কর্তব্য দু’জনের জন্য ভিন্ন ভিন্ন হতে পারে। সম্পর্ক অনেকটা দাঁড়িপাল্লার মতো। যার দু’টো দিক সমান হলে ভারসাম্য বজায় থাকে। আর যখন রকমফের হয় তখনই আত্মহত্যা…