২০২০ সালে ফোল্ডিং স্মার্টফোন কী মন্দাভাব কাটাতে পারবে
বহুজাতিক টেলিকমিউনিকেশন কোম্পানি মটোরোলা ঘোষণা দিয়েছে, তারা তাদের নতুন রেজর সিরিজ আরো কিছুদিন পরে বাজারে ছাড়বে। ভার্টিকাল ফোল্ডিং স্ক্রিনসহ এই ফোনটি মটোরোলা’র ২০০৫ সালের জনপ্রিয় ফোন মটোরেজের আধুনিক ভার্সন। প্রায় ১ লাখা ২৭ হাজার টাকা ( ১৫০০ মার্কিন ডলার) দামের এই ডিভাইসটি যুক্তরাষ্ট্রের বাজারে সরবরাহ করা শুরু করার কথা ছিল ২৬ ডিসেম্বর। দেরি হওয়ার জন্য মালিকানাধীন…