জীবনে বরকত লাভের বড় উপায় হলো দোয়া করা
বরকত বহুল ব্যবহৃত একটি শব্দ। এর আভিধানিক অর্থ কল্যাণ, সাফল্য, অবিচলতা ও প্রবৃদ্ধি।পরিভাষায় বরকত বলতে আল্লাহর বিশেষ কল্যাণ লাভ করা। অর্থাৎ অল্প হোক বা বেশি হোক কোনো বিষয়ে বিশেষ কল্যাণ লাভ করা যা সবার জন্য ইহকাল ও পরকালে উপকার বয়ে আনে। (মুখতারুস সিহাহ, পৃষ্ঠা ৪৯) পবিত্র কোরআনের অসংখ্য স্থানে বরকত অর্থে বিভিন্ন শব্দ ব্যবহৃত হয়েছে।…