
করোনা আবহেও যুদ্ধ জাহাজ ধ্বংসের হুমকি-পালটা হুমকিতে ব্যাপক উত্তাপ পারস্য উপসাগরে
তেহরান: করোনা নিয়ে ব্যস্ত সারা বিশ্ব। খোদ আমেরিকায় মৃতের সংখ্যা ছুঁয়ে ফেলেছে ৪৭ হাজার। কিন্তু তবুও ঠান্ডা যুদ্ধের বিরাম নেই বিশ্ব জুড়ে। ইরান-আমেরিকা হুমকি-পালটা হুমকিতে ব্যাপক উত্তাপ ছড়াল পারস্য উপসাগরে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট টুইটারে জানিয়েছিলেন, সমুদ্রে যদি ইরানের সব কিংবা কোনো একটি গানবোট মার্কিন জাহাজকে হয়রানি করে, তবে তাদের সবকটি জাহাজকে গুলি করে ধ্বংস করে…