করোনার শেষ রোগীও চলে গেল, বন্ধ হচ্ছে উহানের সেই হাসপাতাল
চীনের হুবেই প্রদেশের উহানে করোনার প্রকোপ এখন নেই বললেই চলে। আক্রান্ত নেমে এসেছে শূন্যের কোটায়। তাই করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে জরুরি ভিত্তিতে উহানে নির্মিত লেইশেনশান হাসপাতালটি অবশেষে বন্ধ করে দিচ্ছে দেশটির সরকার। সর্বশেষ চারজন রোগী ছিল হাসপাতালটিতে। তাদেরকে উহান ইউনিভার্সিটির ঝোংনান হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ রোগীদের স্থানান্তরের মাধ্যমে হাসপাতালটিতে আর কোনো রোগী নেই। রোগী…