
আয়া সোফিয়ায় ৮৬ বছর পর জুমার নামাজ
তুরস্কের ইস্তাম্বুল শহরের খ্যাতনামা আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তর করে ৮৬ বছর পর সেখানে প্রথমবারের মতো জুমার নামাজ অনুষ্ঠিত হলো। এর আগে গত ১০ জুলাই এক তুর্কি আদালত সাবেক এই গির্জাকে জাদুঘরে পরিণত করা হয়নি বলে রায় দেয় এবং এর পরেই তুরস্কের ইসলামপন্থী সরকার একে মসজিদ হিসেবে ব্যবহারের পক্ষে আদেশ জারি করে। দেড় হাজার বছরের…