
কৃষকের মেয়ে গীতা আইএমএফের প্রধান অর্থনীতিবিদ
আইএমএফ অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নতুন প্রধান অর্থনীতিবিদ হচ্ছেন গীতা গোপীনাথ। রঘুরাম রাজনের পর এই দায়িত্ব নেয়া প্রথম ভারতীয় তিনি। ৪৬ বছরের গীতা প্রধান অর্থনীতিবিদ মরিস ওবস্টফেল্ডের স্থলাভিষিক্ত হতে চলেছেন। ডিসেম্বরে তার অবসরের পর গীতা দায়িত্ব গ্রহণ করবেন।” সোমবার তার নিয়োগের কথা ঘোষণা করেন আইএমএফ প্রধান ক্রিস্টিন ল্যাগার্দে। ২০ গোষ্ঠী নিয়ে অর্থ মন্ত্রণালয়ের পরামর্শদাতা কমিটির…