যুক্তরাজ্যের কিতলি টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হন :ফুলজার আহমেদ
শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম : যুক্তরাজ্যের কিতলি টাউন কাউন্সিলে নতুন ইতিহাস সৃষ্টি করে ইয়র্কশায়ারে জগন্নাথপুর তথা বৃহত্তর সিলেটের কৃতি সন্তান বিশিষ্ট কমিউনিটি নেতা বাংলাদেশী কমিউনিটির গর্ব, জনাব ফুলজার আহমেদ, তিনি প্রথম বাংলাদেশী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন, বিগত ১৭ মে বৃহস্পতিবার সময় বিকাল সাড়ে ৬ টায় কিতলির টাউন হল চেম্বারে কাউন্সিল মিটিংয়ে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়, তার পর…