১৩ জনের সবাই উদ্ধার ৪ ডুবুরি গুহার ভেতর থেকে বের হতে সক্ষম হননি
শুদ্ধবার্তাটোয়েন্টিফোর: থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলারের শেষজনকে উদ্ধারের পর ভেতরে ছিলেন কেবল তাদের কোচ। সবশেষ তাকে বের করে আনার মধ্য দিয়ে সম্পন্ন হলো অভিযান। দুই সপ্তাহ আটকে থাকার পর গত তিনদিনের অভিযানে তাদের উদ্ধার করা সম্ভব হলো। দেশটির নৌবাহিনী ১৩ জনেরই উদ্ধার হওয়ার খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, সবাই সুস্থ আছে। মার্কিন সংবাদমাধ্যম…