ড্রাইভিং লাইসেন্স নবায়ন করলেন ৯৭ বছর বয়সী বৃদ্ধ!
বয়স একশ’ হতে বাকি ৩ বছর। এ বয়সে দুবাই শহরে দিব্যি গাড়ি চালান তিনি। ভারতীয় বংশোদ্ভূত এই অশীতিপর ব্যক্তির নাম তেহেমতেন হোমি ধুঞ্জিবয় মেহতা। সম্প্রতি তিনি তার ড্রাইভিং লাইসেন্স আগামী চার বছরের জন্য নবায়ন করেছেন। ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত তার লাইসেন্সটির বৈধতা দিয়েছে দুবাই প্রশাসন। ১৯৮০ সালে তিনি দুবাইয়ে চলে আসেন মেহতা। ২০০২ সাল পর্যন্ত…