
বাবরি ধ্বংসে জড়িত করসেবকদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হোক, মোদীকে চিঠি হিন্দু মহাসভার
অনলাইন ডেস্ক : অযোধ্যায় মন্দির নির্মাণ এখন শুধু সময়ের অপেক্ষা। এবার বাবরি মসজিদ ধ্বংসে অভিযুক্ত করসেবকদের বিরুদ্ধে হওয়া মামলা তুলে নেওয়ার আবেদন জানাল অখিল ভারত হিন্দু মহাসভা। এনিয়ে তারা চিঠি লিখল খোদ প্রধানমন্ত্রীকে। হিন্দু মহাসভার প্রধান চক্রপাণি প্রধানমন্ত্রীকে লিখেছেন, ‘১৯৯২ সালে বাবরি মসজিদ আন্দোলনের সময় যেসব করসেবক নিহত হয়েছেন তাদের শহিদের মর্যাদা দেওয়া হোক। এছাড়াও…