
করোনা-ভয়কে জয় করার গানে মুখরিত ইতালির বারান্দা-জানালা
করোনা আতঙ্কে থমথমে গোটা বিশ্ব। আতঙ্কের চেয়েও বেশি কাজ করছে, সংক্রমণের আশঙ্কা। এই বুঝি কোনও না কোনও ফাঁকফোকর দিয়ে স্পর্শ করে ফেলল মারণ করোনাভাইরাস! এই বুঝি সে ভাইরাসের আক্রমণে ছড়িয়ে গেল কোভিড-১৯ অসুখ! দেশের বড় অংশের মানুষকে কোয়ারেন্টাইনে রেখে প্রায় গোটা দেশটাকে লকডাউন করে ফেলেও এড়ানো যাচ্ছে না বিপদ। এমনই অবস্থায় দিনের পর দিন ঘরবন্দি…