
বিয়ারে আছে অনেক স্বাস্থ্যগুণ, জানলে অবাক হবেন
গতানুগতিক জীবনে সাময়িক স্বস্তি প্রয়োজন। হাজারো কাজের চাপ সামলে, নানা দায়িত্বের বোঝা বয়ে চলতে চলতে জীবন যখন ক্লান্ত হয়ে যায়, তখন একটু রিল্যাক্স করা দরকার হয়ে পরে। নিজের মানসিক ক্লান্তি ও একঘেয়েমি কাটাতে উৎসবে বা বিভিন্ন অনুষ্ঠানে অনেকই মদ্যপান করে থাকেন। রাম, হুইস্কি, ভদকার পাশাপাশি বিয়ার ও এই ক্ষেত্রে একটি জনপ্রিয় পানীয় হিসেবে বিবেচিত হয়।…