জকিগঞ্জে আটকে আছে মসজিদের উন্নয়ন কাজ, সহযোগিতার আহ্বান
সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের নিয়াগুল দক্ষিণ মহল্লা জামেয়া মসজিদের উন্নয়ন কাজ আটকে গেছে টাকার অভাবে। নিয়াগুল গ্রামে মসজিদ না থাকায় গ্রামের মানুষ দূরের মসজিদে গিয়ে নামাজ আদায় করছেন প্রতিনিয়ত। গ্রামে মসজিদ না থাকায় মসজিদ নির্মাণের উদ্যোগ নেন গ্রামবাসী। গ্রামবাসীর আর্থিক সহযোগিতায় নিয়াগুল দক্ষিণ মহল্লায় মসজিদ নির্মাণ কাজ শুরু হয়। প্রায় দীর্ঘ ৬ বছরে…