আম্বরখানায় রেভোলুউশন আইটি ফার্ম ও গেইম জোন উদ্বোধন
শনিবার ২৫শে সেপ্টেম্বর বিকেলে আম্বরখানায় মালিক কম্পেথে রেভোলুউশন আইটি ফার্ম ও গেইম জোনের যাত্রা শুরু হয়। মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে পরে ফিতা কেটে উদ্বোধন করা হয় রেভোলুউশন আইটি ফার্ম ও গেইম জোন। রেভোলুউশন আইটি ফার্ম ও গেইম জোনে গেইম খেলার পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইনের উপর…