বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ টুর্নামেন্টে ফিলিস্তিনের জয়
ম্যাচের তখন ৭৪ মিনিট। শাদি শাবানের কর্ণার কিক থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে তাজিকিস্তানের জাল কাঁপালেন আব্দুল লতিফ আলবাহাদারি। হাসতে হাসতে সাইড বেঞ্চে বসে থাকা কারো উদ্দেশ্যে কিছু একটা বলছিলেন ফিলিস্তিনের কোচ। কী বলছিলেন, শোনা যায়নি। তবে অনুমান করে নেয়া যায়, তাঁর বলা কথা হয়তো এরকম কিছুই ছিল, ‘আমরা ম্যাচটা জিতে যাচ্ছি!’ ম্যাচের তখন…