জৈন্তাপুরে প্রোবক্স গাড়ীর সিলিল্ডার বিষ্ফোরন নিহত ১,আহত ১০
জৈন্তাপুর প্রতিদিন: সিলেটের জৈন্তাপুরে প্রোবক্স কারের সিলিন্ডার বিষ্ফোরন হয়ে নিহত ১, আহত ১০ এলাকাবাসী সূত্রে যানাজায়, ২৬ নভেম্বর মঙ্গলবার রাত ১০.২০ মিনিটে উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া বাজারের আলাল মিয়ার মালিকানাধিন গ্যারেজে অগ্নি সংযোগের ঘটনা ঘটে৷ এসময় গ্যারেজে রক্ষিত আলাল মিয়ার প্রোবক্স গাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে এবং দ্রুত আগুন গ্যাস সিলিন্ডার চলে যায়৷ তৎক্ষনিক ভাবে সিলিন্ডার…