নগরীতে নিয়ন্ত্রণহীন ট্রাক, লাগাম ধরবে কে?
দিন নেই- রাত নেই, সিলেট নগরীতে বেপরোয়া চালকরা তাদের ট্রাক নিয়ে দাবড়ে বেড়ান নির্দিষ্ট সময় ও আইন না মেনেই। ফলে সপ্তাহে ২/৩ টা বড় দুর্ঘটনার পাশাপশি ঘটে অসংখ্য ছোট দুর্ঘটনা। সর্বশেষ গতকাল (মঙ্গলবার) সন্ধ্যারাতে সুবিধবাজারে বেপরোয়া ট্রাকের ধাক্কায় অকালে প্রাণ হারালেন মুনতাহা আক্তার তানিয়া (২৭) নামের এক গৃহবধূ। তিনি সিলেট নগরীর চৌকিদেখি ৪৩/১ নম্বর বাসার…