সিলেট বিশ্বনাথের হামলার শিকার ব্যবসায়ীর অবস্থা আশংঙ্কাজনক
দোকান বাকীর টাকা চাওয়াকে কেন্দ্র করে রাতের আধাঁরে সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামে কছির আলী গংদের হামলায় গুরুত্বর আহত পুরাণ বাজারের তরুণ ব্যবসায়ী ফয়সল আহমদের শারীরিক অবস্থা আশংঙ্কাজনক। জ্ঞান ফিরলেও বেশী সময় স্থায়ী থাকছে না। আর জ্ঞান পুরোপুরিভাবে না আসা পর্যন্ত তার অবস্থা আশংঙ্খামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে গভীর দুঃচিন্তায় থাকা…