৭১ এর পর এমন শবে বরাত সিলেট বাসি আগে কখনো দেখেনি
যে দিনগত রাতে শবে বরাত হয়- সিলেটজুড়ে সেই দিনের পরিবেশ এবং রেশই থাকে অন্যরকম। সিলেটের বেশিরভাগ মুসল্লিরাই টুপি আর পাঞ্জাবি পরে, সুগন্ধি মেখে জুহরের নামাজের পর থেকেই বের হয়ে যান হারানো পিতা-মাতা বা নিকটাত্মীদের করব জিয়ারত করতে। কবরস্থানে গিয়ে সন্তানরা মরহুম মা-বাবা ও পরিবার-পরিজনদের জন্য আল্লাহর দরবারে কান্না করে করে মুনাজাত করেন। এছাড়াও প্রত্যেক মসজিদেই…