কুখ্যাত ডাকাত আব্দুল নূর প্রকাশ নূর মিয়া গ্রেফতার
আন্ত:জেলা কুখ্যাত ডাকাত আব্দুল নূর প্রকাশ নূর মিয়া (৪০) গ্রেফতার ,অত্র মামলার সন্দিগ্ধ গ্রেফতারকৃত হাজতী আসামী শাকিবুল মিয়া শাকিল এর দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো: ইসমাইল পিপিএম-বার এর নির্দেশনামতে মামলার তদন্তকারী অফিসার এসআই/শিপলু চৌধুরীর নেতৃত্বে এসআই/রিপন দাস, এএসআই/আপন মিয়া, এএসআই/নাজির হোসেন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গত ২২/০৬/২০২০খ্রিঃ তারিখ রাত…