বিশ্বনাথে কৃষক দয়ালের দাফন সম্পন্ন : খুনিদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সমাবেশ
স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথ উপজেলার চৈতন নগর গ্রামের কৃষক দয়ালের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার ২৯ (জানুয়ারী) বাদ আছর নামাজ শেষে লাশ দাফন করা হয়। বাদ জুম্মা দয়ালের লাশ সামনে রেখে চাউলধনী হাওর পারের ২৫টি গ্রামের মানুষ ছরকুম আলী দয়াল (৬৫) দয়াল হত্যাকারীদের গ্রেফতার, সাইফুল বাহিনীর অত্যাচার নির্যাতন বন্ধ, চাউলধনী হাওরের লীজ বাতিল, সাজানো মিথ্যা…