গোলাপগঞ্জে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শান্ত দাসের উদ্যোগে গীতা পাঠ অনুষ্টিত
বিশ্বশান্তি ও কোভিড ১৯ মহামারি আকারে রুপ নেওয়ায় রোগমুক্তি ও মঙ্গল কামনায় অরুনোদয় যুব সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও যুব সমাজের চেতনার উৎস শান্ত দাস’র নিজ উদ্ধোগে ১১ জুন ২০২০ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ঘোষগাঁওস্থ শ্রী শ্রী কালাচাঁদ জীঊ মন্দির প্রাঙ্গনে ভূবণমঙ্গল হরিনাম কৃর্তন সহ শ্রীমদভগবদগীতা পাঠ অনুষ্টিত হয়। গীতার পাঠ উপলক্ষে শান্ত দাস বলেন,…