
শুভর নতুন ছবি চমকে দেওয়া লুক
ডেস্ক নিউজ: মাথায় জটা চুল, পিঠ অবধি নেমে গেছে। যা ক্যারিবীয় দ্বীপ অঞ্চলের মানুষের কথা মনে করিয়ে দেয়। চোখে নীলাভ মণি ও দৃষ্টিতে ক্ষোভ! এটা চিত্রনায়ক আরিফিন শুভর নতুন লুক। এভাবেই নতুন ছবিতে দেখা যাবে তাকে। তবে এ পর্যন্তই। আর কিছু জানাতে চান না শুভ। কারণটা হলো- সময় এখনও আসেনি। তবে নতুন ছবির প্রস্তুতি নিয়ে…