
শুভর সঙ্গে প্রেম প্রসঙ্গে…
চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ। মূলত দুজনই একই চরিত্রের। কাজের বাইরে তাদের আর খোঁজ মেলে না। সোশ্যাল হ্যান্ডেলেও সে অর্থে সচল নন তারা। ব্যক্তিজীবনেও আড়ালপ্রিয়। অথচ এই দুজনকে জুটি করেই হয়ে গেলো বেশ ক’টি উল্লেখযোগ্য সিনেমা। ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ ও ‘নূর’। এর মধ্যে তৃতীয় ছবিটি এখনও মুক্তি পায়নি।…