সালমানের রেস থ্রি-তে গান গাইলেন ছাতকের আলী
ডেস্ক নিউজ: আসছে ঈদে ভারতে মুক্তি পেতে যাচ্ছে বলিউড তারকা সালমান খান অভিনীত ছবি ‘রেস থ্রি’। এরইমধ্যে শেষ হয়েছে ছবিটির শুটিং। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। তবে চমকে দেয়া তথ্য হচ্ছে- এই ছবিতে থাকছে বাংলাদেশি বংশোদ্ভূত আব্দুল আলীর গান। আব্দুল আলী পেশায় একজন কিকবক্সার। পাশাপাশি টিভি প্রোডাকশনের সঙ্গে জড়িত আছেন বহুদিন ধরে। তাঁর বাড়ি ছাতক…