
সালমান বুড়ো হচ্ছেন?
সালমান খানের বয়স এখন ৫৪। কিন্তু আজও তিনি তারুণ্যে ভরপুর। মারামারির দৃশ্যে সালমান এখনো পাল্লা দিতে পারেন যেকোনো যুবককে। এই চিরতরুণ নায়ক এবার নিজেকে বয়স্ক মনে করছেন। আর এ কারণেই একটি বড় ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। পরিচালক রোহিত ধাওয়ান সুপারহিরো কাহিনি নিয়ে ছবি তৈরি করবেন। এই ছবির মূল চরিত্রে নায়ক কে হবেন? ছবির চিত্রনাট্য প্রস্তুত।…