
ছেলের বিয়েতে ফুর্তি মেজাজে অভিনেতা রুবেল
এক সময়ের আলোচিত ও দর্শকপ্রিয় অভিনেতা চিত্রনায়ক রুবেল। নিজে হিরো হলেও চলচ্চিত্র নিয়ে আগ্রহী নয় তার একমাত্র ছেলে নিলয় পারভেজ। বিদেশে লেখা পড়া শেষ করেছেন তিনি। আর এবার ধুমধাম আয়োজনে হলো তার বিয়ে। একমাত্র ছেলের বিয়ে, তাই চিত্রনায়ক রুবেলের উচ্ছ্বাসও সবার চেয়ে বেশি। তাইতো ছেলের বিয়ে উপলক্ষ্যে বেশ ফুর্তি মেজাজে ঢাকাই চলচ্চিত্রের এই অ্যাকশন হিরো!…