
ইমান রক্ষায় অভিনয় ছাড়ার বিষয়ে আবারও মুখ খুললেন জায়রা
বলিউডের ছবি ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম ৩০শে জুন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি আর বলিউডের ছবিতে কাজ করতে চান না বলে জানান। ৫ বছর কাজ করেই তিনি বলিউডকে বিদায় জানাতে চান। কারণ তার ধর্মই নাকি তার কাছে আগে। জায়রা তার বলিউডের অভিনয় জীবনকে অনায়াসে ত্যাগ করার কথাও লেখেন। টাকা পয়সা ফ্রেম সব…