চেনা অচেনা,জোভান-মৌরীর
ইমরাউল রাফাত পরিচালিত নতুন নাটক ‘চেনা অচেনা’। নাটকে জুটি বেঁধেছেন জোভান ও মৌরী সেলিম।এ ছাড়া অভিনয় করেছেন টুটুল চৌধুরী, সাগর হুদা প্রমুখ। নির্মাতা ইমরাউল রাফাত বলেন, ‘নাটকটি ভালোবাসার ও পারিবারিক গল্পের। আশা করছি, সবার ভালো লাগবে।’আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচারিত হবে। ‘চেনা অচেনা’র গল্পে দেখা যাবে, রেহান একটা করপোরেট অফিসে চাকরি…