
মেয়েকে খুন করে অভিনেত্রীর আত্মহত্যা
মেয়েকে খুন করার পর আত্মহত্যা করেছেন মারাঠি এক টেলিভিশন অভিনেত্রী। তার নাম প্রজ্ঞা প্রশান্ত পারকার। বছর চল্লিশের এ অভিনেত্রীর মেয়ের নাম শ্রুতি। তার বয়স ১৭। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মুম্বইয়ে থানের কালওয়াতে। জানা গেছে, প্রজ্ঞা প্রশান্ত পারকার ও তার মেয়ে শ্রুতি থানের কালওয়া এলাকার গৌরী-সুমন সোসাইটির বাসিন্দা। প্রজ্ঞা দীর্ঘদিন ধরেই কাজ পাচ্ছিলেন না। আর্থিক সংকটের…