
নতুন অ্যাভেঞ্জার্সে ক্যাপ্টেন আমেরিকা হয়ে ফিরবেন ইভান্
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স আবারও সুপারহিরোদের মিলনমেলা ঘটিয়ে নতুন অ্যাভেঞ্জার্স নিয়ে আসতে চলেছে। এবারের কিস্তির নাম রাখা হয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এ সিনেমায় ফিরে আসবেন জনপ্রিয় সব সুপারহিরোরা। অনেক তারকাকে দেখা যাবে বিরতির পর অ্যাভেঞ্জার্স দিয়ে ফিরতে। তাদের অন্যতম একজন ক্রিস ইভান্স। হলিউড রিপোর্টার খবর দিয়েছে, তিনিও ফিরছেন নতুন অ্যাভেঞ্জার্সে। পৃথিবীর বুক থেকে কালো ছায়া দূর করতে…