প্রাক্তন বন্ধু অভিষেক বচ্চনকে নিয়ে মুখে খুললেন রানি
বান্টি অউর বাবলি-র সিক্যুয়েলে এবার দেখা যাবে না অভিষেক বচ্চনকে৷ যশ রাজ ফিল্মের ব্যানারে বান্টি অউর বাবলি টু-তে রানি মুখোপাধ্য়ায়ের বিপরীতে এবার অভিনয় করছেন (Saif Ali Khan) সইফ আলি খান৷ কিন্তু বান্টি অউর বাবলির মতো সিনেমার সিক্যুয়েলে জন্য কেন পুরনো জুটিকে ফিরিয়ে আনা হল না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন৷ এ বিষয়ে সম্প্রতি…