গল্প শুনেই প্রযোজক হলেন শাকিব খান
শাকিব খান ছবির প্রযোজনা করলে নিজের পছন্দের পরিচালককে নিয়ে কাজ করেন। সম্প্রতি বিষয়টি পুরো উল্টে গেল। নতুন একটি ছবির গল্প শোনাতে শাকিব খানের কাছে যান পরিচালক হাসিবুর রেজা। ছবির গল্প শুনে মুগ্ধ হন তিনি। এরপর আরও কয়েক দফা ছবিটি নিয়ে কথা বলেন নায়ক-প্রযোজক ও পরিচালক। গল্পটা এত ভালো লাগে যে একপর্যায়ে পরিচালককে প্রস্তাব দেন, ছবিটি…