ছি ছি ছি- তুমি এতো খারাপ
ইমদাদুল হক মিলনের রচনায় শেখ রিয়াজ উদ্দিন বাদশার প্রযোজনায় নব্বই দশকে বিটিভিতে প্রচারিত ‘রুপনগর’ এর কথা নিশ্চয়ই দর্শকদের এখনো মনে আছে কিংবা পরবর্তী প্রজন্ম যারা ইউটিউবে দেখেছেন তারা একবাক্যে মেনে নিবেন এই ধারাবাহিকের মূল আকর্ষন হেলাল। যদিও নায়ক চরিত্রে অভিনয় দেখানোর যথেষ্ট সুযোগ ছিল,দেখিয়েছেও। কিন্তু খল ভূমিকায় হেলাল এতটাই আলো কেড়ে নিয়েছিল,এই চরিত্রটিই বেশি জনপ্রিয়তা…