না ফেরার দেশে মিলখা সিং, কিংবদন্তি মিলখার জন্য পর্দার মিলখার শোক
ভারতের কিংবদন্তি এই দৌড়বিদের বায়োপিকে অভিনয় করেন অভিনেতা-নির্মাতা ফারহান আখতার। সামাজিক যোগাযোগমাধ্যমে মিলখা সিংকে নিয়ে আবেগঘন একটি পোস্ট করেছেন তিনি। মিলখা সিংয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফারহান লিখেছেন, ‘আপনি নেই আমার ভেতরের একটি অংশ এখনো এটি মানতে পারছে না। সম্ভবত এই জায়গাতে আপনাকে খুব বেশি করে রেখেছিলাম। এটি সেই জায়গা যেটি কিছু ভাবলে কখনো…