
নতুন বছরে পূজার পরিকল্পনা
আকাশচুম্বী কোনো প্রত্যাশা নেই পূজার। বরং স্বাভাবিক নিয়মে ভালো ভালো কাজ করে যেতে চান। শুরু হলো নতুন বছর। সবার মতো তারকাদেরও আছে বছরজুড়ে নানা পরিকল্পনা। তবে পূজা চেরির বিষয়টা একটু ব্যতিক্রম। এক সাক্ষাৎকারে পূজা চেরি বলেন, ‘সবে তো নতুন বছরে পা দিলাম। বছর নতুন হলেও আমাদের কাজ কিন্তু একই। সিনেমা নিয়েই থাকতে হবে। এ বছর…