প্রভাত রায় চাইলেন সর্ষের তেল, দীপঙ্কর ভুললেন ইনসুলিন! কী হল রক্তবীজে?
‘রক্তবীজ’ ছড়িয়ে পড়ছে চারিদিকে। ‘মিতিন মাসির’ জঙ্গল, ‘বাঘাযতীনের’ বীরগাথা, ‘দশম অবতারের’ থ্রিলার এবং প্রেম। বাংলা ছবি কী পথে ঘুরে দাঁড়াতে চায়? প্রশ্ন তুললো আনন্দবাজার অনলাইন। অবশেষে বীজ পত্তন হয়ে গেল। রক্ত? নাকি মঙ্গলের! তার বিচার এর মধ্যেই করতে শুরু করেছেন দর্শক। এই ছবির বিশেষ প্রদর্শনের সন্ধ্যা অবশ্য ছিল অন্য রকম। কিছুদিন আগেই মেয়ে চলে গিয়েছেন…