সেদিন ফিরে এসেছিলেন সুচিত্রা সেন
আজ সুচিত্রা সেনের প্রয়াণ দিবস, সেবার শীতের বেশ দাপট। কলকাতায় ছিল রেকর্ড পরিমাণ ঠান্ডা। ১৭ জানুয়ারি ২০১৪। সেদিন কলকাতায় ফিরেছিলেন সুচিত্রা। সুচিত্রা, মানে সুচিত্রা সেন। উত্তম কুমারের সুচিত্রা; ‘হারানো সুর’-এর রমা, ‘সপ্তপদী’র রিনা ব্রাউন, ‘সাত পাকে বাঁধা’র অর্চনা, ‘উত্তর ফাল্গুনী’র দেবযানী, পান্না বাঈ বা সুপর্ণা। বাংলাদেশের পাবনার মেয়ে সুচিত্রা। ‘ফিরে এসেছিলেন’ বলার কারণ, তিনি থেকেও…