লেটার বক্সের আদলে নির্মিত ডাক ভবনের যাত্রা শুরু আজ
রাস্তার মোড়ে বা বিশেষ জায়গায় যেমন লেটার বক্স বা ডাক বাক্স দেখা যায়, ঠিক সেই আদলেই নির্মাণ করা হয়েছে ডাক ভবন। যদিও এখন লেটার বক্সের দেখা তেমন মেলে না। মানুষ যেন চিঠি, ডাকবাক্স, ডাক হরকরাকে ভুলে না যায়- সেজন্যই এমন ভবন নির্মাণ করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত নতুন সেই ডাক ভবন যাত্রা শুরু করতে যাচ্ছে…