
নিজের মত চলার প্রস্তুতি শরিক দলগুলোর
• ২০০৪ সাল থেকে আ.লীগের নেতৃত্বে কাজ করছে ১৪-দলীয় জোট • আন্দোলনের পাশাপাশি গত তিন নির্বাচনেও জোটবদ্ধ ছিল তারা • আগের দুই মন্ত্রিসভায় থাকলেও এবার শরিকদের রাখা হয়নি • শরিকদের বিরোধী দলের ভূমিকায় দেখতে চায় আ.লীগ • শরিকেরা মনঃক্ষুণ্ন হয়ে ঘর গোছাতে শুরু করেছে নতুন সরকারের মন্ত্রিসভায় জায়গা পাওয়ার আর কোনো সম্ভাবনা দেখছে না আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪–দলীয়…