পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলা
রাজধানীর ধানমন্ডিতে সড়ক পার হওয়ার সময় পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। শায়লা বিথীর স্বামী তৈমুর ফারুর তুষার এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তৈমুর ফারুর তুষার বলেন, ‘পর্বতারোহী শায়লা বিথী ধানমন্ডি ২৭ নম্বর সড়কের ওভারব্রিজ পার হচ্ছিলো। পেছন থেকে হামলাকারীরা এসে চুলের মুঠি…