প্রেমের প্রস্তাব প্রত্যাখান বখাটের মারপিটে কলেজ ছাত্রী হাসপাতালে
ডেস্ক নিউজ: প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় বখাটের মারপিটে ছামিয়া আক্তার সীমা নামে এক কলেজ ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে। সে গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী গ্রামের আব্দুর রহিমের কন্যা ও গয়া খড়িবাড়ী মহিলা কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী। নীলফামারীর ডিমলায় বোরবার সকালে ঘটনাটি ঘটে গয়াবাড়ীর ইউনিয়নের মতির বাজার সংলগ্ন পশ্চিমে ছ”মিল এলাকায়। এ সময় কলেজ ছাত্রীটিকে এলাকায়…