
বাবা-মায়ের ওপর প্রতিশোধ নিতে চার মাসের শিশু হত্যা
আয়েশা আক্তার সাদিয়া। মাত্র চার মাস হলো পৃথিবীর আলোয় এসেছে। এইটুকুন শিশুকে ঘুমন্ত অবস্থায় ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করল এক নারী। শিশুটির বাবা-মায়ের ওপর প্রতিশোধ নিতে এমন নির্মম কাণ্ড ঘটিয়েছেন তাদেরই এ নিষ্ঠুর প্রতিবেশী। অবিশ্বাস্য হলেও সত্যি। ঘটনার স্থান রাজধানীর আদাবর আর পশুমনা মানবীর নাম পারভিন আক্তার। তাকে গত ৫ জুলাই গ্রেপ্তার করেছে পুলিশ।…