ঈদগাঁও বাজারে সেহেরি খেতে গিয়ে মোবাইল ছিনতাই
আনোয়ার হোছাইন, ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও থানাধীন ঈদগাঁও বাজারে মোবাইল ছিনতাইয়ের শিকার হয়েছে দোকানদার কিশোর।মোটর সাইকেলবাহী ছিনতাই চক্রের পাঁচ সদস্য বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে বাজারের কামাল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার কিশোর মোঃ আনাস (১৮),পিতা- নুরুল হক,সাং-পাহাশিয়া খালী,ইসলামাবাদ জানান, সে তার কর্মস্থল ঈদগাঁও বাজার ডিসি সড়কের ছাগল দোকানস্থ কামাল টাওয়ারের কুলিং…