
ব্যাংক চালাচ্ছে রোবট
শুদ্ধবার্তাটোয়েন্টিফোর: ব্যাংকে গিয়ে কোন মানুষ দেখতে পাচ্ছেন না৷ রয়েছে শুধুই কয়েকটা রোবট৷ না কোনও কল্পবিজ্ঞানের সিনেমা নয়৷ বাস্তব এই ঘটনাটি ঘটেছে চীনের সেন্ট্রাল সাংহাইতে৷ সেখানের জাতীয় স্তরের একটি ব্যাংকে রোবটের মাধ্যমে গ্রাহকদের পরিষেবা দেওয়া হচ্ছে৷ এরই হাত ধরে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ের ক্ষেত্রে এক ধাপ এগুলো দেশটি। সেন্ট্রাল সাংহাইয়ের হুয়াংপু জেলার সেই ব্যাংকটির একটি শাখা…