
অভুক্ত ঘোড়ার জন্য দেওয়া হলো ভূষি
মাহাবুবুর রহমান: করোনায় শুধু মানুষ নয় প্রাণীকুলও পড়েছে চরম খাদ্য সংকটে। বিশেষ করে কক্সবাজারের পর্যটন শিল্পের সাথে জড়িত ঘোড়া গুলো পড়েছে চরম খাদ্য সংকটে। কারন তাদের মালিক এখন আর আয় করতে পারেনা তাই ইচ্ছা থাকলেও ঘোড়া গুলোকে নিয়মিত খাবার দিতে পারছেনা ঘোড়া মালিকরা। আর এই মানবিক কাজে সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে এলেন সরকারের প্রাণী সম্পদ…