রিলাইন্স, জিও, ভিআই গ্রাহক হলে মিলবে ৫ জি পরিষবা
অবশেষে ভারতের টেলিকম দফতর ফাইভ-জি ট্রায়ালের অনুমতি দিয়েছে টেলিকম অপারেটরগুলিকে। ৭০০ মেগাহার্জ ট্রায়াল পরিচালনা করতে পারবে টেলিকম সংস্থাগুলি। ডটের অনুমোদনের তালিকায় রয়েছে এয়ারটেল, রিলাইন্স জিও, ভিআই (ভোডাফোন-আইডিয়া) এবং বিএসএনএল সহ তেরোটি সংস্থা। ভারতের টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, শহর এবং গ্রামাঞ্চলে ট্রায়াল পরিচালনার সময় নেটওয়ার্কের সুরক্ষা এবং যত্ন নিতে হবে অপারেটর সংস্থাগুলিকে। এর পাশাপাশি মন্ত্রক আরও উল্লেখ…