
শিক্ষার্থী হাসনার দুটি কিডনি নষ্ট, অর্থাভাবে হচ্ছে না চিকিৎসা
হাসনা আক্তার রূপা অষ্টম শ্রেণিতে পড়ে। কিন্তু স্কুলে যাওয়া, পরীক্ষা দেওয়া হচ্ছে না তার। ছয়মাস ধরে শয্যাশায়ী। তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। ছয়মাস ধরে সুনামগঞ্জ, সিলেটে মেয়েকে নিয়ে ঘুরছে পরিবার। এখন অর্থাভাবে তার চিকিৎসা হচ্ছে না। দিনদিন অবস্থার অবনতি হচ্ছে হাসনার। সুনামগঞ্জ পৌর শহরের নতুন হাছননগর এলাকার বাসিন্দা হাছান আলী ও রুবী আক্তারের মেয়ে…