
ঢাকার বাড়ির পাশেই করোনায় মৃত্যু, অসহায় আমি জড়িয়ে ধরি ছেলেকে
সঞ্চিতা পাল: সকালের প্রথম দুঃসংবাদ-বুকটা ধড়াস করে উঠল। কী হবে এবার। জড়িয়ে ধরলাম ছেলে বাবনকে। আমার বাড়ি ঢাকার মিরপুরে। বাড়ির আসে পাশে দু জন করোনা রোগীর মৃত্যুর খবর পেলাম। এমনিতেই বাংলাদেশে করোনার সবথেকে বিপদসংকুল এলাকায় থাকছি। এবার মৃত্যু এলো একেবারে বাড়ির কাছেই। বাংলাদেশে বিবাহসূত্রে আসার পর এই প্রথম এতটা অসহায় লাগছে। স্বামী নিয়াজ কর্মসূত্রে বেসরকারি…